ad

মাসিক ই-পত্রিকা ‘উৎস’ বন্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে(বিস্তারিত জানতে ক্লিক করুন)।
অনুগ্রহ করে পত্রিকার ইমেলে আর লেখা/ছবি পাঠাবেন না।

প্রতিবাদ - উৎপল দাস

 

যত জ্বালা মধ্যবিত্ত ঘরে

গ্যাস ডিজেলের দাম বাড়লে

রাস্তায় নামে প্রতিবাদ। 

 

এদিকে গরীবের চাল চুরি হয় 

প্রতিদিন তখন.....?

 

মোমের আলোয় স্পষ্ট মুখ দেখা যায় না বলে

ঠিক করেছ মিছিলে হাঁটবে না। 

 

হে জাগ্রত নীরব আত্মা 

তোমার দুয়ারে জ্ঞানীগুণী যত

সশ্রদ্ধ দিন উদযাপন.....

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ