ভোরের বেলা স্টেশন ধারে দেখি
মস্ত বড় সবজি বোঝা মাথায়,
বৃষ্টি এলে আগলে
রাখো মুখ
কালো রঙের মস্ত বড় ছাতায়।
দিনের আলো দোলে তোমার বুকে-
পেটের টানে নিত্য যাওয়া আসা,
দিনের পরে বছর চলে যায়-
বুকের মধ্যে জ্বালিয়ে রাখো আশা।
তোমায় শুধু চোখেই দেখে সুখ,
চিকণ দেহে ময়লা শাড়ির ঢেউ-
দূরের থেকে স্বপ্ন আমার ভাসে,
আমিই জানি আর জানে না কেউ।
সন্ধ্যে হলে ঘরে ফেরার বেলা,
পয়সা কড়ি হিসাব করা শেষ-
ফিরতে হবে ঘরের পানে ডাক
অস্তে রবি দিনান্তেরই রেশ।
নিত্যদিনের ট্রেনের যাওয়া আসা-
বৃত্ত আঁকে জীবন পথের চলা-
কখন কোথায় পূজা পরব চলে,
সময় কোথায় মনের কথা বলা!
মনের কথা মনেই থাকে জমা-
অন্ধকারের চাপা ঘাসের মত,
স্রোতের ধারায় জীবন চলে বয়ে-
পরের হিতে জীবনপাতই ব্রত।
0 মন্তব্যসমূহ