ad

মাসিক ই-পত্রিকা ‘উৎস’ বন্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে(বিস্তারিত জানতে ক্লিক করুন)।
অনুগ্রহ করে পত্রিকার ইমেলে আর লেখা/ছবি পাঠাবেন না।

নদীরা কথা বলে -রবীন বসু


 

আমার ভিতরে এক জলযান আছে 

আমার ভিতরে সাতটি নদী

তারা খেলা করে, স্রোত হয়ে ভাসে 

দূরের সাগরে; আমার জলযান

নোঙর ছিঁড়েছে নিরুদ্দেশে…



আমার ভিতরে পলি জমে ওঠে

আমার ভিতরে চর

নতুন প্রাণের আড়ম্বরে সাজে

বনভূমি উর্বর।



দাঁড়ের শব্দ মোহনার দিকে

গভীর জলের ম্যাজিক

আমার জলযান পথ হারিয়ে

কষ্ট সয়েছে সহ্যাতীত।



বুকের গভীরে জলযান ভাসে

অথৈ সাগর জলে

শিরার ভিতরে কম্পন জাগে 

নদীরা কথা বলে।

একটি মন্তব্য পোস্ট করুন

1 মন্তব্যসমূহ