ad

মাসিক ই-পত্রিকা ‘উৎস’ বন্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে(বিস্তারিত জানতে ক্লিক করুন)।
অনুগ্রহ করে পত্রিকার ইমেলে আর লেখা/ছবি পাঠাবেন না।

অতল খিদে - যতিরেখ্ বিশ্বাস

 


অনিবার অনশনের এক প্লাবন আসে

কাল রাতের অতিরিক্ত ভাতের ঠান্ডা পান্তা খাবে বলে

চিড়চিড় করে ওঠে কাঁচা পেঁয়াজের গন্ধ

মলিন এক এঁটো পাত্রের মতো পড়ে থাকে

মধ্যরাতের উগ্রতা ...

এই তো আমাদের হা-অন্ন, হা-অসুখ!

এক পা ইউরিক্ অ্যাসিড নিয়ে

ভোরের গোলাপের দিকে চেয়ে থাকা

উজ্জ্বল লাল ফড়িং-এর আনন্দে উড়ে যাবার ক্ষণে

বিষাক্ত বিষাদের সিগারেটে

নিটোল চুমু

কাক ওড়ে, নারকেল পাতায় ফিঙে

পুজো আসে, বিজয়া যায় ...

তবু এক দুর্নিবার ছাপোষা অঞ্জলি

স্ব-ইচ্ছায় ভুল করে ছুঁড়ে দেয় দোপাটি

সবকিছু ক্ষণজন্মা হয়ে জন্ম নেয় --

হঠাৎ ভালোবাসা

অনিবার অনশনের এক প্লাবন আসে

পাখি হয়ে, মেঘ হয়ে উড়ে উড়ে

তীব্র সাদা সৌন্দর্যের ধোঁয়ায়

টলটলে পরিদের সাথে --

খোলামেলা সিনেমার পিয়ানো বাজাবে বলে ...

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ