ad

মাসিক ই-পত্রিকা ‘উৎস’ বন্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে(বিস্তারিত জানতে ক্লিক করুন)।
অনুগ্রহ করে পত্রিকার ইমেলে আর লেখা/ছবি পাঠাবেন না।

ক্ষুধার্ত কঙ্কাল - শুভ দত্ত

 

বিষাক্ত কল্লোলে ভাঙা কাঁচে
নগ্নতা ধরে জড়িয়ে।
 স্তম্ভিত শব্দেরা, ঝরা প্রাণ উঁকি দিয়ে
খুলি টাঙিয়ে গান গায়।
অদ্ভুত চেহারা ঘুরে বেড়ায়
রক্তিম সূর্যের দাউ দাউ শব্দে পুড়ে যাওয়া
শেষ ফ্যাকাশে ছাইয়ে।
খোঁজে না, অকালে কিঞ্চিৎ শবদেহ
পৌঁছায় না ঠিক ঠিকানায়।
চিৎকার! চিৎকার!
ছড়িয়ে ছিটিয়ে দেহ!
নগ্ন দেহ, চিৎকার!
 
 
বিষাক্ত কল্লোলে
ভাঙা কাঁচ জড়ানো শরীরে
ক্ষুধার্ত কঙ্কাল ছড়িয়ে ছিটিয়ে
খুলি টাঙিয়ে গান গায়।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ