নিস্তব্ধতার
চৌকাট পেরিয়ে
অবশেষে
পৌঁছে গেছি
এক
বিচ্ছিন্ন দ্বীপে।
মনের
ডালপালা থেকে
অজান্তেই
বিলুপ্তির পথে
আবহমান
সম্পর্ক গাঁথা,
জিজ্ঞাসার
ফাঁকে ফাঁকে
জেগে উঠছে
হতাশার বিমুর্ত চেতনা
অস্বাভাবিকতার
কুয়াশায় আবৃত-,
জীবনাচারের
নিরবধি মূল্যবোধ
অদূরে
অনুচ্চারিত;
মানসিক
বুনোটের জরাজীর্ণতা
তবুও
প্রচেষ্টায় ভর করে
এগোতে
থাকি সম্মুখে-
যেখানে
প্রতিকূলতার গড়ে
আবারো
ফুটে উঠবে
শত বাহারি
ফুলের ছবি;
নির্জনতার
চৌকাঠে মিশে যাবে
এক টুকরো
বিচ্ছিন্ন দ্বীপ!
0 মন্তব্যসমূহ