ad

মাসিক ই-পত্রিকা ‘উৎস’ বন্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে(বিস্তারিত জানতে ক্লিক করুন)।
অনুগ্রহ করে পত্রিকার ইমেলে আর লেখা/ছবি পাঠাবেন না।

সাদাসিধে - প্রতীক মিত্র

 

ঠিকই  ছিল দার্শনিকতার চিলেকোঠাতে আর নয়।
যা হবে সরাসরি।
সহজ-সরল গরম রুটি 
এবং সেই রুটি খাওয়ার খিদে যেমন।
এক পাশে দাঁড়িয়ে।
প্রায় অদৃশ্য।
মানুষজন, গণতন্ত্রের ক্যাকোফোনির
মাঝে আমি প্রায় অদৃশ্য।
সরল সাধাসিধে থাকা… এও প্রায় পরীক্ষা-নিরিক্ষার সামিল।
ও মাঝে মাঝে শুধু হাসতে ভুললে চলবে না
এবং কাঁদতেও।
অন্ধকার দেখলেই স্মৃতির ক্রীতদাস?
এটাও কি স্বাভাবিক?
যাত্রী হলে যে উত্তেজনা
যাত্রাপথে থেকে যে স্বতঃস্ফূর্ততা
এগুলো ভাবিনি থাকবে।
তবে তারা ছিল পোষ্যের বিশ্বস্ততা নিয়ে ছিল।
বিদ্যুৎ চমকাবার পর
জানলা রেখেছিলাম খুলে
মাঝরাতে সে ঝিলিক দেখবো বলে।
সে রাতের আকাশ ক্লান্তি চায়নি।
দার্শনিকতার চিলেকোঠায় আর নয় ভাগ্যিস।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ