তোমার ধীরগতি কৌতুহল জাগায়
এক নিঃশ্বাসে ছুটতে ছুটতে পাহাড় চূড়ায়
তারপর পাকদন্ডী বেয়ে আবার অধঃগামী
গোয়ার্তুমি বললে কমই বলা হয় হতচ্ছাড়া
গাছেরা হাততালি দেয়, হেঁসে ওঠে অজান্তে
কালচক্রের বিধান এটাই নিরুপায়
হাসি মুখে সমর্পন করা ছাড়া উপায় দেখিনা
খন্ডাতে চেষ্টা মানে আত্মবলিদান যা কাম্য নয়
অনেক পথ হাঁটা বাকি একান্তে আনমনে
পথ হাঁটতে হবেই এটা তো ভবিতব্য
শ্বাস এর শুরু থেকে প্রশ্বাসে শেষ পর্যন্ত
পাড়ি দিতে কৌতূহল ই সার তোমাকে জানার
অস্থির অধ্যায় পেরিয়ে এসেছি অনেকটা
স্থির লক্ষের কাছে সমর্পিত হয়েছি আগেই
ধীরগতির সাথে পাল্লা দেওয়া দুরূহ তো বটেই
0 মন্তব্যসমূহ