নৈশ ভোজের ফালায় একটি তেতো রাত
আমরা ছিড়ে ছিড়ে খাচ্ছি।
আলো নেই ভিতরে মা
কালী অন্ধকার! বাইরে শহর কেরোসিনের জ্বলছে নক্ষত্র
ইশারায় চিনছি নিজের আঙুল
কন্ঠ কার্নিশে পা টিপে যাচ্ছি প্রিয় ঠোঁটের কাছে
খিদে আছে তাই খাচ্ছি, হরিতকী রাত
পরিবেশক অদৃশ অন্ধকার!
ঘৃণার অধিকার নেই,আত্মহত্যার।
আমাদের সাবালকতা কাপুরুষ!
আর একটা সপ্তাহ।
আর একটা মাস।
আর একটা বছর।
অন্তত আগামী নির্বাচন।
0 মন্তব্যসমূহ