ad

মাসিক ই-পত্রিকা ‘উৎস’ বন্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে(বিস্তারিত জানতে ক্লিক করুন)।
অনুগ্রহ করে পত্রিকার ইমেলে আর লেখা/ছবি পাঠাবেন না।

তার নাম নদী - তূয়া নূর


নাম তার পদ্মা না

মেঘনা না

তার নাম শুধু নদী। 

জগতের সব নদীর একটা নাম আছে। 

কিছু নদী পরিচিতি পায় কবিতায়। 

কিছু নদীর কথা হয়তো কেউ জানে না। 

 

মেয়েটার নাম নদী। 

শরীরে নেই অলংকার

নেই সাজগোজ

পড়া সাদামাটা তাঁতের শাড়ি। 

 

সব নদীর উৎপত্তিস্থল থাকে। 

তারও আছে, কিছুই জানে না। 

তার আর জেনে কী লাভ!

তাকে চাকরীর জন্য জীবনবৃত্তান্ত লিখতে হবে না। 

তার শুধু একটা নাম আছে।

নামের সাথে কতকিছু থাকে। 

তার কিছু নেই। 

তার ছোট্ট একটা নাম।

তার নাম নদী। 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ