ad

মাসিক ই-পত্রিকা ‘উৎস’ বন্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে(বিস্তারিত জানতে ক্লিক করুন)।
অনুগ্রহ করে পত্রিকার ইমেলে আর লেখা/ছবি পাঠাবেন না।

ঈশ্বরের টোল - শুভদীপ দত্ত প্রামানিক

পানকৌড়ির উড়ে যাওয়া দেখে রাজকন্যা বললো

বীর্যবিদ্যা শিখবো 

ঘোড়ার পা থেকে প্রামানিকের হোটেল বেশি দূর না, 

আমিও শিখবো জাবর যন্ত্রম ব্যবহার

গাড়িও উড়ছে, তৎপুরুষে বেঁধে রাখি ঝালমুড়ি - আগাছা গর্ভ

মা আসেনি অনেকদিন, ঈশ্বরের টোলে জলধর্ম শেখানো হবে 

 

ফুলগাছে সূর্যাস্তের মায়াসাঁতার 

পূর্বজন্মে রংহীন মাছ ছিলাম

বিকলাঙ্গ হয়ে বসে আছি নির্জন পিত্তরসে

ভুল রেটিনা হিজড়েতান্ত্রিক 

 


আবার কেন নখের আঁচড়

রাজকন্যাকে বলে দাও বাতিল বাঘের থাবায় ময়ূর পেখম মিলবে না 


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ