ad

মাসিক ই-পত্রিকা ‘উৎস’ বন্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে(বিস্তারিত জানতে ক্লিক করুন)।
অনুগ্রহ করে পত্রিকার ইমেলে আর লেখা/ছবি পাঠাবেন না।

শ্যামলা মেয়ে - কঙ্কন গঙ্গোপাধ্যায়

 

যে গল্পের শুরু ছিল, শেষ

ছিল না কোন

সে গল্পটা কাউকে আমি

বলিনি কক্ষনো।

আজ ভেবেছি বলবো তোকে

শুনতে যদি চাস

বৃষ্টি ভেজা পাগল বিকেল

বুক ভরা উচ্ছ্বাস। 

শ্যামলা মেয়ের মন বাগানে

পলাশ ফুলের চুপকথা

দখিনা হাওয়া ভাসিয়ে আনে

ভালোবাসার রুপকথা। 

ভিনদেশী এক রাজপুত্তুর, আর 

সে গাঁয়ের অবুঝ মেয়ে

মেঘের রাজ্যে ভাসিয়ে ডানা

উড়তে থাকে পাক খেয়ে। 

হঠাৎ যখন হুশ ফেরে তার

মাঝ আকাশে একলা সে

হারিয়ে গেছে রাজপুত্তুর

অজানা কোন ভিন দেশে। 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ