ad

মাসিক ই-পত্রিকা ‘উৎস’ বন্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে(বিস্তারিত জানতে ক্লিক করুন)।
অনুগ্রহ করে পত্রিকার ইমেলে আর লেখা/ছবি পাঠাবেন না।

নির্ণীত -মনিরুজ্জামান প্রমউখ

 

বহুমাত্রিক পদচারণায় মুখরিত জীবন 

শুভাশুভের ঘর পাকা করবে এই তো নিয়ম 

সব পাওয়া এক হয় যাপনের পরিমণ্ডলে 

যদি মিমাংসার ভর স্ব-রচিত প্রণয়ের হয় 

আলোর স্বর যে বুনে ইতিহাসের পৃষ্ঠায় 

নীতির আইন কায়েম রাখে যে জীবন পাঠে 

সে ভুলে না মানুষের আশীর্বাদের প্রীতিদান 

দৈনিক খবরাখবর লিখিয়ে জানে ঘটনার রূহ 

কেমন ধারায় বর্ণন করে পূর্বাপর মুদ্রাক্ষর সুর 

সংস্কৃতির বহমানতায় যে উদ্দীপনা আসর সাজায় 

তারে সজ্জার বুদ্ধিদীপ্তিতে মোড়ায় যুৎপুরোধা 

গবেষণার নিক্তিতে বিষয়ের নতুনত্বের উদ্ভাবন 

সেই করে যার আস্বাদিত নজরে খোয়াব বীরধর 

সংগঠনের সমন্বয়ক জানে সমন্বয়ের সৃজিত বিবিধ 

পর ফসল তারে নেতৃত্বের ভরপেট দেখায় নির্ণীত। 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ