ad

মাসিক ই-পত্রিকা ‘উৎস’ বন্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে(বিস্তারিত জানতে ক্লিক করুন)।
অনুগ্রহ করে পত্রিকার ইমেলে আর লেখা/ছবি পাঠাবেন না।

হ্যাঙ্গার - প্রতীক মিত্র

 

হ্যাঙ্গারগুলো টেকসই নয়।

বইতে পারছে না পোশাকের ভার।

দায়িত্বের বেলা তাদের এত কিসের সংশয়?

বিকল্প নিয়ে এখানে তো তাদের কিছু নেই বলবার

পোশাক হলে না হয় বলার ছিল

কখনও সেটাকে পড়ার পর কোনো ইঙ্গিত

কখনও সেটাকে খোলার আগে অভিমান,

দুইএর মাঝে আবেগের কিতকিত

বাতিল পোশাকে ভরে ওঠে নাকি বেড়ে যায় শূন্যস্থান!

হ্যাঙ্গারের এত মাথাব্যথা নেই।

পরিসর তাদের সীমিত।

ঝড় নয়, সমঝোতার রাশ তাদের শিবিরেই।

 তারা কেনই বা হবে আহত?

তাদের তো ওটুকুই দরকার

বইতে পোশাকের ভার।

পরিশ্রমকেও যদি তারা ভেবে নেয় অপচয়,

স্বপ্নে তাদের কোন রঙেরা দেবে উড়ান?

দ্বিধা, দায়িত্ব পালনে তাদের এখনও সংশয়?

আখ্যান শুরুর আগেও কি তবে গল্প থাকে ব্যর্থতার!

হ্যাঙ্গারগুলো কেন যে টেকসই নয়?

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ