ad

মাসিক ই-পত্রিকা ‘উৎস’ বন্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে(বিস্তারিত জানতে ক্লিক করুন)।
অনুগ্রহ করে পত্রিকার ইমেলে আর লেখা/ছবি পাঠাবেন না।

বৈশাখী - শুভজিৎ পাল

 

বসন্তের বিদায়ী বেলায় এল নতুনের স্বপ্নভোর

এলো নতুন দিগন্তে নব উদীয়মান সূর্যের ছটা

প্রখরিত হল তারুণ্যের চাঞ্চল্য, বাঙালির ঘরে এলো শান্তির বার্তা।

 আগামীর চলার পথে এল নতুন দিশা,

 আনন্দ হুল্লোড়ে বাউল, বাঁশি, মাদলে কলোরিত হল প্রজন্মের পর প্রজন্ম।

 নবপল্লবিত হলো বৃক্ষের শাখা নতুন স্বপ্নের বুনিয়াদি হয়ে।

পুরাতন জীর্ণতাকে পিছনে ফেলে, চৈতালি শেষে আগমন হলো নব বৈশাখী।

যার অগ্নি স্নানে সূচিত হলো নব ঊষালোক।

যার নতুন গীতিতে মিলিয়ে গেল সকল কান্ত অশ্রুবাষ্প।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ