যাপনের চেয়ে ছোট হয়ে যাচ্ছে জীবন
তার সবটুকু উদ্দেশ্যকে ব্যর্থ করি মহা সমারোহে
জীবনের গোড়ায় জল দিতে চাইনা কেউ
যাপন কে সাজাই মেকি আতিশয্যের রঙে
জীবন কি সাজে? বরং বিড়ম্বিত হয়, দেহের কস কমে গেলে অন্তঃসারশূন্য লাগে
জীবনকে বলিনি হৃদয়ের কথা
শুধু যাপনকে সাজাই
দুর্নীতির গাছ ধরে দাঁড়াই
আভিজাত্যের রঙে তোষামুদে বলয় জেগে ওঠে চারপাশে, তারপর
সেদিন যে গান লিখেছিলাম আজও তার সুর
পড়ে আছে পোড়ো বাড়িটার নিচে
জীবনের আর্তি চাপা পড়ে যায় শতেক ভ্যানতাড়ায়
আমি লেকের ধারে বসে পাপড়ি ছাড়াই
সোনালী মাছেদের দিকে
ভেজা পাথর গুলো বিপন্নতার কথা বলে
দোয়েল নামের একটা পাখি সেই গান শুনছে
আর
লেজ দুলিয়ে নেচে নাচে বেড়ায় আপন মনে
আজ কোনো বস্তির ঘরে আলো জ্বলেনি
কোন সাধনা হলুদ ফুলেদের ছুঁতে পারে না
একটা তীব্র যন্ত্রনা সমান ভাবে ভাগ করে নিচ্ছে একটি
সাধারণ জনপদ!
ঝর্ণার জলে সাঁতার কাটছে বিস্ময়।।
0 মন্তব্যসমূহ