সময়ের স্বরলিপিতে সাজানো ছেঁড়া খোঁড়া ভালোবাসা
ভারসাম্যহীন প্লাবনে
ডুবে যায় তৃষ্ণার্ত অবকাশ
প্রতীক্ষার গায়ে লেপ্টে আছে অসমাপ্ত সময়
সময়ের নদী দিয়ে বয়ে যায় রহস্য বিলাসী সংশয়
দুর্লভ জীবনে শুনশান স্টেশন
পাড়ার মোড়ে মোড়ে টাঙ্গানো জাপানি তেলের বিজ্ঞাপন
ত্রিকোণ -চতুর্কোণ প্রেমের ক্লাস চলে টিভির সিরিয়ালে
শিশির ভেজা সংলাপে মগ্ন কামুক সন্ন্যাসী
হাহাকার ডেকে যায় সময়ের দুয়ারে
বাঁকা চোখে আঁকা হয় আশ্রমের নিভু নিভু প্রদীপ।
1 মন্তব্যসমূহ
সুন্দর সংখ্যা উপহার দেওয়ার জন্য সম্পাদক মহাশয় কে ধন্যবাদ জানাই
উত্তরমুছুন