ad

মাসিক ই-পত্রিকা ‘উৎস’ বন্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে(বিস্তারিত জানতে ক্লিক করুন)।
অনুগ্রহ করে পত্রিকার ইমেলে আর লেখা/ছবি পাঠাবেন না।

তুমি না ফুটলে শরৎ - আদ্যনাথ ঘোষ



 তুমি না ফুটলে শরৎ

মেঘগুলো পাখনা মেলে

শিউলিরা ঘনকালো হয়

কাশগুলো বিবর্ণ হয়

ভোরেরা সন্ধ্যা নামায়- 

দুপুরগুলো রাত্রির সাথে ডিনার সারে

আর নদীরা সাঁতরিয়ে চলে

জল সন্ধ্যায়।

তবু এই বিবর্ণ শরতের ডানায় চেপে

ভোরের শুদ্ধ আলোর ভিতর

ফুল হয়ে ফুটে রবো আঁধারের কোলে

তোমার আশায়।


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ