ad

মাসিক ই-পত্রিকা ‘উৎস’ বন্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে(বিস্তারিত জানতে ক্লিক করুন)।
অনুগ্রহ করে পত্রিকার ইমেলে আর লেখা/ছবি পাঠাবেন না।

স্বর্গের দরজায় - বব ডিলান



মা,আমার এ' নিশান নিয়ে নাও,নির্বাসন দাও বহুদূরে।

আমি বয়তে পারছি না আর।

চারিদিকে শুধুই অন্ধকার -

যেন স্বর্গের দরজায় কড়া নাড়ছি বারবার।

 

স্বর্গের দরজায়-

কড়া নাড়ছি, নেড়েই চলেছি, নেড়েই চলেছি আর নেড়েই চলেছি...

 

 

মা, আমার বন্দুকগুলো মাটিতে ফেলে দাও,

 ওদের মারতে পারবো না আমি।

ঐ শীতল কালো মেঘে ঘনিয়ে আসছে কেবল,

 যেন স্বর্গের দরজায় কড়া নাড়ছি বারবার।

 

স্বর্গের দরজায়-

কড়া নাড়ছি, নেড়েই চলেছি, নেড়েই চলেছি আর  নেড়েই চলেছি।

 

"Knockin' On Heaven's Door" -র বাংলা অনুবাদ।

অনুবাদ: শ্রীমান টিকটিকি

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ