ad

মাসিক ই-পত্রিকা ‘উৎস’ বন্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে(বিস্তারিত জানতে ক্লিক করুন)।
অনুগ্রহ করে পত্রিকার ইমেলে আর লেখা/ছবি পাঠাবেন না।

জীবন্ত মমি -কিংশুক মুখার্জী


প্রত্ন-প্রাচীন নীহারিকা পুঞ্জের আহ্বানে,
কয়েক হাজার বছরের খোলা চোখ,
রমণীয় সূর্যশিখার বহ্নি-পতঙ্গ হয়ে এখন
গোটা শহরের বুকে বায়বীয় জলরাশি।
যে সোনালী রেখা স্ট্রীটলাইটের রূপ ধরে,
অন্ধকার কে ব্যর্থ আশ্বাস দিয়ে চলেছে,
সেই শিল্পবিপ্লবের গোড়ার দিন থেকে,
সেটাও,
নিয়তির কৃষ্ণ-গহ্বরে প্রায় অস্তিত্বহীন।
প্রত্যেক বায়বীয় প্রোকষ্ঠের মধ্যে নিমিষে
ধোঁয়াময় আশা-নিরাশার অবগাহন চলছে
প্রতি মুহূর্তে।
উটকো পাহাড়ের মতো হঠাৎ মাথা তোলা 
বিপ্লব, রেশ টানবে তো অস্তিত্বের??
শেষ পর্যন্ত???
কিন্তু শেষটা ঠিক কোথায়????
নিরুত্তর!! রবিবাসরীয় সব রঙিন বিজ্ঞাপনের
হাসিমুখ গুলো....।
নগ্ন সান্ত্বনা শুধু,
টিকে যাওয়ার একটা উপায়...
জীবন্ত মমি...।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ