ad

মাসিক ই-পত্রিকা ‘উৎস’ বন্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে(বিস্তারিত জানতে ক্লিক করুন)।
অনুগ্রহ করে পত্রিকার ইমেলে আর লেখা/ছবি পাঠাবেন না।

এই বসন্ত ফাগুনে -অংশুদেব


ইচ্ছে করে 
পলাশের রঙ ছুঁয়ে তোমার কাছে গিয়ে বলি
আরো একবার ভিড়ের মধ্যে থেকে হাসো দেখি
নূপুর বাজিয়ে ছিলে ঘুমের গোপন দুপুরে
বাজে এখনো বাজে শুকনো পাতার মর্মরে
ইচ্ছে করে
একবার ছুঁয়ে আসি শিউলি শিশির ঠোঁটে
ও মুখে বলনি কোনো দিন ভালোবাসি 
নদীর পাড়ে শূন্য হাটের ভগ্ন বাঁশের বুকে 
বাতাস এখনো কাঁদে নির্জন মায়াদ্বীপে
ইচ্ছে করে
শীতল দুহাত ধরে রাখি বিষণ্ণ দুই গালে 
তুমি এলে বেশি ফুল ফুটত গ্রীষ্মের বৈকালে
মাটি জুড়ে বৃষ্টির সেই সন্ধ্যায় ফুটত তারা 
তুমি চলে গেলে একাকী জোনাকি সঙ্গীহারা
ইচ্ছে করে
দুয়ার খুলে দাঁড়াই ভোরের প্রথম আলোয় 
শরীর জুড়ে পাপড়ি ঝরা বসন্তের চুম্বন
তুমি নেই বলে খরা মাঠ অকাল আগুনে 
পুড়ে যাই পুড়ে যাই- শুধু তুমি, তুমি নাই।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ