ad

মাসিক ই-পত্রিকা ‘উৎস’ বন্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে(বিস্তারিত জানতে ক্লিক করুন)।
অনুগ্রহ করে পত্রিকার ইমেলে আর লেখা/ছবি পাঠাবেন না।

বসন্ত এসেছে -অভিজিৎ হালদার


বসন্ত এসেছে দুচোখে
তোমার শহরের পথে পথে দাঁড়িয়ে থেকেছি
যেমন ভাবে অন্য প্রেমিক দাঁড়িয়ে থাকে প্রেমিকার নিকটে
ঠিক তেমনি চেয়েছি তোমাকে।
ফুলের দেশে অজস্র প্রজাপতির বসবাস
আমি ব্যর্থ নাগরিক এ পৃথিবীর বুকে।
মাটির জল মাটি'ই শুষে নেয় নিরিক্ত অবগাহে
রক্তের চিহ্ন প্রেমের নক্ষত্র ক্ষয়ে আমারই চেতনা তোমারি উদ্দেশ্যে।

দুচোখে পড়ছি তোমার আগামী
কিভাবে গাছেদের বিরুদ্ধে অভিযোগ শুকনো পাতার
আমি জানি না কেন! বসন্ত আসলেও সমস্ত গাছে ফুল ফোঁটে না
তবুও এ সময় বসন্তের; এ প্রেমকে ভালোভাবে নিংড়ে নেওয়ার
আমাতে তোমাতে সংকল্প অদ্ভুত রাত্রির বারান্দায় শেষ চিঠি পড়ে
চোখের কোণে জল লুকানোর।
আমি জানি এ বসন্ত আমার নয়
তুমিও জানো এ বসন্ত তোমারও নয়।।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ