
শূন্যতা --- আকাশের রঙ প্রকট কালো
হৃদয়ের ভিতর নির্লজ্জ উদ্দীপনা আবেগতাড়িত
নিসর্গ রাত্রির প্রেম প্রেয়সী প্রিয়তমা
⸻ চেয়েছি অনেক লক্ষ বার সমস্তটাই কঠিন
ভুল হয়েছে নাভিশ্বাস চেতনা
চলার পথ পুরোটাই জড়তায় গড়া।
এক পিরীতি খোলা জানালা দ্বিধা
ধনুকের তীর ফৌজদারি পিরামিড।
পিপীলিকার আবেদনে ক্ষুদ্র আঘাত
হাতের বিষণ্ণতায় বিদ্রোহ আনে।
ভালোবাসার আগুনে তুমি পুড়িয়েছো অজস্র ঘরবাড়ি
প্রেম পুড়েছে ব্যর্থতার আগুনে আর হৃদয় ভেঙেছে কাঁচের মত
সব আগুন ঘর পোড়াতে জানে না!
কিছু আগুন দেহ পোড়াতে জানে
এর ভিতর তুমি কোনটা পোড়াতে চেয়েছো?
নাকি উভয়ই চেয়ছো নির্লজ্জ মেয়ে মানুষের মত!
ভালোবাসা অপরাধ নয় - ভালোবাসার নাম নিয়ে মানুষ মারাটাই অপরাধ
পাহাড়েরও জীবন থাকে এর চেয়ে বরং আমি তোমাকে একমুঠো নীরবতা দেবো
অঢেল নীরবতা চেয়ো না কখনও! তুমি বরঞ্চ একমুঠো নীরবতার সাথে সময় কাটিয়েও।
যদি তা ভালো না লাগে তবে আমাকে তোমার গায়ে যত জোর আছে তা দিয়ে থাপ্পড় দিয়ো।
প্রেম প্রেয়সী প্রিয়তমা মনের সমুদ্রে সাঁতার
কতটা পরিশ্রম করলে মাটি ভিজে যায় শরীরের ঘামে
তা তুমি জানও না! আর জানতেও হবে না!
তা জানও না! আর জানতেও হবে না!
তা জানও না বলেই এই পৃথিবীতে বিরহ নেমেছে
চোখের পাতায় পাতায় কত রাত জাগার প্রকট চিহ্ন আবহমান
তুমি চোখে চোখ রেখে দেখেছো নাকি কখনও?
এতটা সহজ ছিলে না কখনও তুমি
যেমন ভাবে পোড়াতে চেয়েছিলে তেমন ভাবেই পুড়েছি
আর কতটা পুড়লে ছাই হয় তা জানি না আমি!
এর চেয়ে বরং আমি মরুভূমির যাযাবর হবো রোদে পুড়বো কিন্তু ছাই হবো না কখনও।
শূন্যতার রঙ থাকে না - থাকে শুধু ভয়ঙ্কর আর্তনাদ
প্রেম প্রেয়সী প্রিয়তমা তুমি তা বোঝ?
বুঝলে অজস্র পথিকের ঘরবাড়ি পুড়তো না - পুড়তো না দেহ!
একান্ত আপন ভেবে অবশেষে যারা দূরে চলে গেছে
তাঁরা কখনোই মানুষ নয়।
দেওয়ালের রঙ খসে যায়
মনের অজস্র স্বপ্ন মরে যায় মৃত নক্ষত্রের আলোয়
সন্ধ্যা প্রদীপ জ্বলে ওঠে ঘরে ঘরে তারা'রাও জ্বলে ওঠে নিঝুম আকাশে
কোনো আপশোস থাকে না প্রেমিক পথিকের হৃদয়ে
আর কোনো প্রেম প্রেয়সী প্রিয়তমা থাকে না চোখের দৃষ্টিতে কিংবা হাতের নাগালে।।
0 মন্তব্যসমূহ