ad

মাসিক ই-পত্রিকা ‘উৎস’ বন্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে(বিস্তারিত জানতে ক্লিক করুন)।
অনুগ্রহ করে পত্রিকার ইমেলে আর লেখা/ছবি পাঠাবেন না।

মিথ্যে হিসাব -মলয় সরকার


তোমার সঙ্গে দেখা আমার চলার পথের মধ্যিখানে,
বলবে কে আজ, অর্থ কি তার কারণটা কি, কি তার মানে-
তোমার পথ তো ভিন্ন দিকে,
লক্ষ্যটাও ভিন্ন ছিল-
তবুও কেন কোন হিসাবে কে দুটোকে
মিলিয়ে দিল!
জীবন পথের অঙ্ক খেলায় জল কোথাকার কোথায় গড়ায়-
মেলেই না তো হিসাব কিছু হাজার পাঁজিপুঁথির পড়ায়।
সূর্য ওঠে তবুও ঠিক ভোর আকাশে
পুব গগনে,
চলছে যা তাই চলবে ঠিকই, মিথ্যে হিসাব নিজের মনে।

একটি মন্তব্য পোস্ট করুন

1 মন্তব্যসমূহ