নবর্বষের রাঙা রোদ্দুর
শতাব্দীর হাজার রঙে রঞ্জিত
সারস্বত সাধনা বর্ষিত সার্ধশতবর্ষ
ধীর গতি পায় চন্দ্র শিখর জয় l
আজ এই চরাচরে, অসীমে আনন্দ মিশে যায় এই নব কলেবর, এই নব শতধা স্পন্দন মুখর
স্মরণীয় কতশত প্রতিভার হারিয়ে যাওয়া মুখ,
কারো মনে স্মৃতি সুধা ঢালে। মনে কোন স্থান নেই, পলে পলে সেই সুভাষিত সুর চমকানো মদির ঐ ভালে.. মাদল,ধামসা, জলতরঙ্গ
কাঁপিয়ে ঝঙ্কারিল আকাশ
সপ্ত সুরের মূর্ছনা- লেলিহান হীন অবকাশ।
বার বার
ফিরে আসি
দেড়শ বছরের সুতিকাগারে
নিতান্ত, অসহায়
রাত জাগা পথ হারার কাহিনী।
0 মন্তব্যসমূহ