ad

মাসিক ই-পত্রিকা ‘উৎস’ বন্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে(বিস্তারিত জানতে ক্লিক করুন)।
অনুগ্রহ করে পত্রিকার ইমেলে আর লেখা/ছবি পাঠাবেন না।

আর কি ফেরা যাবে -সৌরভ মান্না



ফাঁকা বুকটা জুড়ে মেঠো গন্ধ,আপাদমস্তক
বিচিত্র গাছ-গাছালীর স্নেহময় স্পর্শ
বর্ষার সন্ধ্যা জুড়ে বুড়ো ব্যাঙ,ঝিঁ-ঝিঁ'র কলতানের
সাংকেতিক মোহময়ী শব্দ,সাথেই
অদূরের সিক্ত আমের পাতায় জোনাকির মায়া আলোর আসর,
সবফেলে দূর হতে ছুটে গেছি কেরোসিনের আলো ডিঙিয়ে
পাথুরে-শহরে।
সেই গেঁয়ো যোগী আমাকে দেখে মুচকি হেসেছে বহুবার
আজও ভোররাতে স্বপ্নে আসে,কিছু বলে যায় ইশারায়।
কত প্রিয়জনের লাশ পুড়েছে দামোদরের তীরে
শেষ যাত্রায় সহযাত্রী হতে পারিনি!
এখন,বিষণ্ণতার আকাশ ছোঁয়া ধূসর গাছ
ঘর-দোরময় ডালপালা মেলে আছে
মায়ার পাহাড় জমছে একা রাতে ভেজা-বালিশে,
আর কি ফেরা যাবে-
আর একবার কি শীতের শুকনো দুপুরে
জটলা পাকিয়ে বসবে কি গল্পের আসর-
পেয়ারার ডালে ছটপটে বুলবুলির দল ফিরবে কি আর!
আ'র কি পাবো ছুঁ'তে
যার নরম-গোলাপি দু'ঠোঁট
আঁকতে-আঁকতে ফর্সা হয়েছে অগন্তি কত রাত।

একটি মন্তব্য পোস্ট করুন

2 মন্তব্যসমূহ