পুকুর জলে আলোর ঝিলিক পায়রা উড়ে যায় উচ্ছ্বাসে
খোলা জানলায় চোখ জুড়ে নীল যায় ছাপিয়ে কোন বিশ্বাসে?
মশগুল হাওয়ায় গাছের সাথে নাগরিকদের রূপকথা সব;
মুহূর্তগুলো আপাত পাতি, চিন্তার ছোবলে চিনে ঠিক নেয় কলরব।
বন্ধু যারা বুকের কাছে এবং বিস্মৃতিতেও বাঁচে তাদের জড়ো
করে দেখি
নিঝুম সন্ধ্যে নয় ব্যস্ততা এবং ভিড়েই একাকীত্ব বেশি দেয় উঁকি।
দাঁতের ফাঁকে আটকে থাকা খাবারের মতন ভালোবাসা জাবর কাটা চায়।
তার স্বাদ আস্বাদনের চেষ্টা, স্পৃহার তেষ্টা, ভুলটা কি তবে একদম গোড়ায়?
কোনটা তবে পথ, কোনটাই বা দ্বিধা…দাম্ভিক রোদ নামে বুনো ঘাসে;
নিরাপত্তার ধাঁধা একটা একটা করে বহাল তবিয়তে জুড়ি আপোষে।
ছাদে মাসকাবারের পায়চারি পায়রা তবু উড়ে যায় উচ্ছ্বাসে,
খোলা জানলায় চোখ জুড়ে নীল যায় ছাপিয়ে কোন বিশ্বাসে?
1 মন্তব্যসমূহ
বাহ্ দারুণ।
উত্তরমুছুন