ওরা যুদ্ধে গিয়েছিল
কেন তা জানে না।
ওদের শেখানো হয়েছিল সৈন্যাধ্যক্ষ যা বলবেন
তাই করতে হবে।
কোনো প্রশ্ন চলবে না।
যেমন করে সৈনিকদের গড়ে নেয়া হয়, ঠিক
সেভাবেই।
পুরাকাল থেকে একই নিয়ম চলে আসছে,
আগে যা বানিয়েছিলেন রাজারা।
এখনো এক ধরনের রাজারা,
তারা নাকি জনগণ দ্বারা নির্বাচিত
যেমন নির্বাচন করেন ব্যাঘ্র মশাই তার বাসস্থান
মূত্র গন্ধ ছড়িয়ে দিয়ে;
সেই প্রথাই বজায় রেখেছেন।
তাই কোনো কথা না বলে ওরা এগিয়ে গেলো, বাঁধা গুলো টপকাতে টপকাতে, আর শেষে পৌঁছে গেলো অন্য এক সৈন্যদলের মুখোমুখি।
এই বার জোর লাগবে আমি বড় না তুমি বড়।
হিসেবনিকেশ।
জোর জবরদস্তি।
নেপোলিয়ান ঠিক যেমনটি করেছিলেন তাঁর
সেনাদল দিয়ে।
ইউরোপে কিছুদিন আগেই।
0 মন্তব্যসমূহ