হারিয়ে যেতে চাই
যেখানে নদী খুঁজছে তার ঢেউ
সান্ধ্য প্রদীপে লুপ্ত হতে চাই
যে অন্ধকার ঘরে বন্দি আলো।
সেই বৃষ্টি বিন্দুর মতো
দেখা দেবো,
কচুপাতায় গোল হয়ে পড়ার পর
যে মাটিতে মিশেছে
অনেক নক্ষত্রদের মতো জ্বলবো
পৃথিবী থেকে
যাকে দূরবীন দিয়ে দেখতে হয়।
উৎস ই-পত্রিকা
contactus.utso@gmail.com | utso
মাসিক ই-পত্রিকা ‘উৎস’ বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে |
|
এপ্রিল ২০২৪ সংখ্যার লেখক,
আলোকচিত্রকর ও চিত্রকরসূচী |
দেখতে ক্লিক করুন (১২ই এপ্রিল বিকেলের
পূর্বে লিংক কাজ করবে না)
|
এপ্রিল ২০২৪ সংস্করণ |
পড়ুন(১৫ই এপ্রিল বিকেলের
পূর্বে লিংক কাজ করবে না) |
0 মন্তব্যসমূহ