সাত সকালে বেরিয়ে যায় মেয়েটা
লোকাল ট্রেন ধরে নামে শিয়ালদা স্টেশনে
কাজ করে সারাদিন বাড়ি বাড়ি ঘুরে
ফিরে আসে সাঁঝের লোকাল ট্রেন টায়।
পক্ষাঘাতে পঙ্গু হয়ে পড়ে আছে বাবা
বেঁচে আছে মা তার জীবন্মৃত হয়ে
একবেলা কষ্ট করে রাঁধে মারে ভাতে।
সংসারটা চলে---
ধীরগতি গাড়ির মতো ধুক ধুক করে।
চলে গেছে সন্ধের লোকাল গাড়িটা
ফিরে আসে নাই রুমা
পথ চেয়ে বারবার ঘর বার করে
মা তার।
সাঁঝ পেরিয়ে রাত নামে পল্লীটায়
গাঢ় হয় রাতের আঁধার
দূর হ'তে ভেসে আসে শিয়ালের ডাক
কাল পেঁচা ডাক দেয় গাছের ডালে বসে
থেকে থেকে আলো দেয় জোনাকির ঝাঁক
শুনশান হয় পাড়া
গ্রামখানা ঢেকে যায় ঘুমের চাদরে।
কাকডাকা ভোরে ছুটে আসে একজন
মা গিয়ে দেখে--.
পড়ে আছে রুমা তার আবর্জনার স্তুপে।
নেই দেহে বস্ত্র তার
বে-আব্রু শরীর যেন
বে-আব্রু করে দেয় স-----ভ্য সমাজটাকে!
0 মন্তব্যসমূহ