ad

মাসিক ই-পত্রিকা ‘উৎস’ বন্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে(বিস্তারিত জানতে ক্লিক করুন)।
অনুগ্রহ করে পত্রিকার ইমেলে আর লেখা/ছবি পাঠাবেন না।

কাশবন এবং -কাজল আচার্য



রাস্তটা ভালো চিনতাম
হঠাৎ অচেনা লাগছে।
ডানধারে যে স্বর্ণচাঁপা গাছটা ছিল 
এখন ওখানে নতুন প্রস্তাবনা।

যেখানে গা ঘেঁষাঘেষি ফ্লাট 
শুনেছি নয়নাভিরাম কাশবন ছিলো। 
মেঘলা দিনে হারিয়ে যেতো অনেকে
তারপর বৃষ্টি, 
এক সময় চৌরঙ্গী ঘুড়ি। 
এখনো স্বর্ণচাঁপা স্মৃতি 
গন্ধসহ অমলিন।
সময়ের ট্রেন পারাপার 
ছোটো নদী ঝপসা নোয়াই খাল।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ