রাস্তটা ভালো চিনতাম
হঠাৎ অচেনা লাগছে।
ডানধারে যে স্বর্ণচাঁপা গাছটা ছিল
এখন ওখানে নতুন প্রস্তাবনা।
যেখানে গা ঘেঁষাঘেষি ফ্লাট
শুনেছি নয়নাভিরাম কাশবন ছিলো।
মেঘলা দিনে হারিয়ে যেতো অনেকে
তারপর বৃষ্টি,
এক সময় চৌরঙ্গী ঘুড়ি।
এখনো স্বর্ণচাঁপা স্মৃতি
গন্ধসহ অমলিন।
সময়ের ট্রেন পারাপার
ছোটো নদী ঝপসা নোয়াই খাল।
0 মন্তব্যসমূহ