একটি একটি করে তারা খসে
আমাদের সামনে
আমরা নির্বাকের মতো দাঁড়িয়ে থাকি,
আমাদের চারদিকে বারুদের গন্ধ
অভিমানে মৃত ঘাসের বুকে লুকিয়ে পড়ে রাতে ফোঁটা ফুলগুলি,
কবর খুঁড়তে খুঁড়তে আমাদের হাতে শুধু
লেগে থাকে ভিজে মাটির গন্ধ,
হারানো জোছনা খুঁজতে খুঁজতে কখন যেন ঘুমিয়ে পড়ে কৃষ্ণপক্ষের চাঁদ।
0 মন্তব্যসমূহ