ad

মাসিক ই-পত্রিকা ‘উৎস’ বন্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে(বিস্তারিত জানতে ক্লিক করুন)।
অনুগ্রহ করে পত্রিকার ইমেলে আর লেখা/ছবি পাঠাবেন না।

পূর্বপুরুষ —সুদর্শন লোধ



পূর্বপুরুষ? শুনতে পাচ্ছেন?

তাহলে শুনুন, আমরা ভালো নেই আজ;

আঁধারের কোলাজ—আর তাতে আছে

টুকরো টুকরো দিনলিপির বিস্মৃত পথঘাট

ঘষে মেজে তৈরি করা শ্মশানভূমি

আছে অপেক্ষায়; অযাচিত অসহায়—

আরও শুনবেন কি?

চলে আসুন,

আমাদের সিস্টেম আপনাকে চায়

বিরক্তি হয়, তবু ভুলতে দেওয়া যায় না

আমাদের বিশালকায় জনজীবন

চেখে দেখুন; 

পূর্বপুরুষ? কোথায় যাচ্ছেন?


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ