মরে যেতে হয় যাব
অচলের সীমানায় পথ হাতড়াবো
দুঃখ শুষে নিয়ে ফুসফুসে বিশুদ্ধ হাওয়ার মতো
পথ শেষে হেরে যাওয়া পাখি হয়ে পাঁজর আঁচড়াবো
তবু এই হার হবে না পরিহার
যদি তাই হয়
বেচে দেবো মজা চামড়ায় জমা মন্তাজের বাহার
মাঝে মাঝে জেগে ওঠা চর সূর্যের তাপে অবিচল
যুদ্ধের শেষে আঘাতে আঘাতে গুঁড়ো গুঁড়ো
সেনাপতি হয়েছে দুর্বল
কাঁধে নিয়ে জৈবিক জল্পনা
নিয়ে গেছে পান্না হীরে সোনা
চক্রান্তের সেনাদল ...
0 মন্তব্যসমূহ