ad

মাসিক ই-পত্রিকা ‘উৎস’ বন্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে(বিস্তারিত জানতে ক্লিক করুন)।
অনুগ্রহ করে পত্রিকার ইমেলে আর লেখা/ছবি পাঠাবেন না।

আমি জয় - শুভ দত্ত



তোমার পরিচয়?
 আমি জয়।
 থাকো কোথায়?
 শ্মশান তলায়।
 ওখানে থাকতে তোমার করেনা ভয়?
 বললাম যে, আমি জয়।
 হ্যাঁ, হলো তাই।
 এবার আমি যাই?
 দাঁড়াও,দাঁড়াও কোথায় যাবে?
 ওই যে শ্মশান তলায়
 একাই আমি ঘুরে বেড়াই 
 কখনো শ্মশান শূন্যে আঁকা
কখনো আবার আগুনে ঢাকা
 কত খেলা শেষ হতে দেখলাম 
 করিনি কো ভয়
 আমি জয়।


 আচ্ছা তোমার কী হয়েছে?
 দুটো মেয়েই মরেছে।
 জানতে পারি কারণ?
ধর্ষণ ধর্ষণ ধর্ষণ।
 গভীর এক বন
 রাস্তা বোধহয় ছিল নির্জন।
 চলিতে ছিল দুই বোন পথ
 মানুষরূপী পশু হয় তো নিয়েছিল শপথ।


 ছিন্ন করেছিল দুখানি শরীর
 মাংসের স্বাদ পেয়ে,
 শ্মশানে মেয়েদের আনলো পুলিশ
 কাপড় ঢাকা দিয়ে।

 থামো থামো বল না আর
 কেন,শুনবে না?
 না আমারও দুটো মেয়ে আছে
 তাদেরও হয় পাছে!
 তোমাকে গল্প শোনালাম
 সব হারিয়ে আমি
 শ্মশানে চিৎকার করে বেড়াই।


পোড়া কাঠ কেবল হাঁ করে রয়,
 শ্মশানও বলে আমি নাকি জয়।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ