ad

মাসিক ই-পত্রিকা ‘উৎস’ বন্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে(বিস্তারিত জানতে ক্লিক করুন)।
অনুগ্রহ করে পত্রিকার ইমেলে আর লেখা/ছবি পাঠাবেন না।

অপরাহ্ণের জাহ্নবী চেতনা -রহিত ঘোষাল


সাঁজু তোমার মাসতুতো ভাই যার সাথে তুমি সিঁড়ির তলায় চুমু খেয়েছিলে অনেকক্ষণ,সৈকত থেকে কাজুবাদাম এনেছিলে তার জন্য,আজ এই বিষন্ন বেলায় তোমার হঠাৎ এত বছর বয়সে কেনো মনে পড়ে তার কথা!
সাঁজু এখন আই টি আই,

সাঁজু এখন গম্ভীর,

তোমরা মনের ভিতরে ঘনিষ্ঠতার চেতনা নিয়ে পড়াশুনার আলাপ করো,

ব্যথা ক্লান্ত এই অপরাহ্ন,জাহ্নবী হৃদয়ে স্থূলকায় অঙ্গীকার।

এই প্রিয়ম্বদা! অম্বরিশ তোমার জন্য পাঁচ মাথার মো'ড়ে দাঁড়িয়ে আছে,তোমার নাচের স্কুলের বাইরে অম্বরিশ দাঁড়িয়ে থাকে সাইকেল নিয়ে,তোমার গৃহশিক্ষক ছিল অম্বরিশ,একদিন চা জল খাবার দিতে এসে তোমার মা তোমাদের চুম্বনরত দেখে ফেলেছিল,"ছেলেটা তেমন কিছু করেনা! চাল চুল নেই,পার্টি-পলিটিক্স করে কী সব!হাড় হাবাতের মতো দেখতে!

তাকে কৃপণের বাম মুঠি থেকে একটা ঝিনুক দিয়ে দাও।

প্লাস্টিকের ফুল নিয়ে বসেছে যে তরুণ ফুটপাথে তাকে সাথে করে নিয়ে চলো আজ প্রেমের দিবসে,যারা আসল উদ্দেশ্য উপহার দিয়েছিল,তাঁরা অকালে ঝরে গেছে,

মৃৎপাত্রে রাখা হয়েছে রেলে কাটা পড়া হাতির লাশ।ঘোষণা হয়েছে খুব শীঘ্রই বিদ্যুৎ সমস্যার সমাধান হবে।। 


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ