
কোনো এক বসন্তের বিকালে
দেখা হয়েছিল তোমার সাথে
শহরের রাজপথে;-
নীরব প্রেম ব্যস্ত শহর
আকাশ নীল গোলাপের পাপড়ি
খুঁজে ছিলাম নীল শাড়ীর ভাঁজের ভিতরে
তোমায় দেওয়া চিঠিটি।
ঠিক একটা জবাব চেয়েছিলাম
তারপর জানি না কেন্
প্রেমের দুনিয়া থেকে সরে এলাম
তাঁকে ভুলে গেলাম।
ঠিক কি হলো জানি না মেয়েটির!
অনেক পাতা ঝরে গেলো
পাখিরা সব ডানা পরিবর্তন করলো
আমি ঘাসের বিছানায় রয়ে গেলাম
সূর্য- নক্ষত্র- রাত্রির মতো করে।
আবার বসন্ত আসলো
পাখিরা ডাকলো ফুল ফুটলো
সেই মেয়েটিকে ভুলে গেলাম
শুধু সমাজের মান রাখতে গিয়ে;
হলুদ বসন্তের বিকালে
বসে বসে প্রকৃতির বেদনা শুনে শুনে।।
0 মন্তব্যসমূহ