ad

মাসিক ই-পত্রিকা ‘উৎস’ বন্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে(বিস্তারিত জানতে ক্লিক করুন)।
অনুগ্রহ করে পত্রিকার ইমেলে আর লেখা/ছবি পাঠাবেন না।

অসুস্থ পৃথিবী -স্বপন গায়েন



সময়ের মূল্য কত মানুষ ভুলতে বসেছে

একটা একটা দিন বুকের পাঁজর মাড়িয়ে যাচ্ছে

ভাঙাচোরা মনের খবর কে রাখে!


অসুস্থ পৃথিবীর মত মানুষও ভীষণ অসুস্থ

ঘরের জানালার গ্রিল ধরে দাঁড়িয়ে ভবিষ্যৎ

চলমান জীবন গেছে থমকে।


দখিনা হাওয়ায় লেগেছে মৃত্যুর বিষ

উৎসব মুখর মানুষ আজ ঘর বন্দী

সময়টা বড্ড বেশি অচেনা।


বন্ধ দরজায় কড়া নাড়ছে মৃত্যু মিছিল

কার পালা কেউ জানে না  

চিতাকাঠ জ্বলছে দাউ দাউ ...

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ