|| এক ||
যেভাবে দুয়ারে আসছে...
ভাঙবে না তো ভাতের হাঁড়ি
ভূতপ্রেতে কোলাকুলি...
কবচতাবিজে কি হবে
শ্রী শ্রী... বিশ্রী
স্বচ্ছ হয়ে নিজেই দাঁড়াও পথে পথে
দে ঝাঁপ
ঝপাং
নবান্নের স্বাদ লেগেছে...
|| দুই ||
একটা ব্যাঙ রাজা হয়ে
পদ্ম পাতায় বসে
পারিষদগণ জলের উপর
টলমল টলমল... চেংদোলা...
প্রহরের পর প্রহর
সমাবেশ চলে
আগামী বর্ষার আগে
সবকটা ডোবার দখলদারি চাই
নতুন জলে ডোবা ভরলে
অগণিত ব্যাঙাচি খেলা করে।
0 মন্তব্যসমূহ