।। এক।।
দাদা এবং দিদিভাইয়ের, মধ্যে বড় দ্বন্দ্ব,
সুমন ভাষ্যে ঘুচবে মনের, সকল রকম সন্দ,
টিভির মঞ্চে ফাটাফাটি,
চেলায় চেলায় লাঠালাঠি,
ধুনোর ধোঁয়া ছাপিয়ে নাকে, আসছে পচা গন্ধ।
।। দুই।।
নেতা বলেন, ঘুষ খাওয়াটা, ভীষণ রকম মন্দ,
'কামচুরি'তে, নেই তো কোন, অপরাধের গন্ধ।
নেতার বাক্যি শিরোধার্য,
স্কুল, অফিসে বন্ধ কার্য।
ঠেলার চোটে, রাজ্যে কাজের, সুযোগ হল বন্ধ।
।। তিন।।
রাজ্যেতে নেই কাজের সুযোগ, বাছলে রাজনীতি?
খুনজখমে হাতটা পাকালে, বংশে দেবে বাতি।
নেতা হলে তখন বন্ধ,
ছুঁচো মেরে হাত গন্ধ,
চেলারা সব তোমার হয়ে, দেবে আসন পাতি।
।। চার।।
মিডিয়া রোজ যেমন বোঝায়, বোঝে তাই জনগণ,
বেসুর দুইএক হলে পরেও, থাকে বাকি অগণন।
টাকা পয়সা যেমন বাটে,
মিডিয়া তাকে তেমন চাটে,
মাঝে পরে শুধু ঘোল খায়, অগণিত সাধারণ।
।। পাঁচ।।
রাস্তার মোড়ে মোড়ে, মন্দির মসজিদ
দেখলেই বোঝা যায়, কোনখানে কার ভিত।
চেলাদের চুলোচুলি,
যুক্তি বিবেক ভুলি,
নাস্তিক বিরোধে এক, মৌলানা পুরোহিত।
0 মন্তব্যসমূহ