জীবনের রাজপথে, অলিতে—গলিতে
আকাশের কুয়াশা- বাতাসে, জলে- স্থলে-
জঙ্গলে, প্রকৃতির আনাচে- কানাচে-----
ছড়িয়ে থাকা ষড়রিপুর —
তীব্র আবেদনকে উপেক্ষা ক'রে
হে সিদ্ধার্থ, তুমি সর্বস্ব ত্যাগ করেছিলে
বোধি লাভের অমোঘ আকর্ষণে,
তুমি মহান ভগবান বুদ্ধ হয়েছিলে।
কিন্তু, একটা কথা বড্ড জানতে ইচ্ছে করে —
তুমি কি সত্যিই —স্বর্গীয় প্রেমসুধা
পান করেছিলে কিংবা ছুঁয়েছিলে
শ্বেত- শুভ্র অপার শান্তিকে ?
জীবনের পথ পরিক্রমায়------
একমুঠো প্রেমের শুদ্ধ পরশ পেতে
কিংবা দুদন্ডের অনাবিল শান্তি পেতে!
কি না —করেছি আমি বলো ?
কিন্তু, দগ্ধ এ জীবনের অংকটা
মিললো কোথায় ?
অংকটা সত্যিই মেলানো কি যায় ?
আজ তাই ঢ'লে পরা সূর্যের—গোধূলি লগনে
বৃদ্ধ-অথর্ব এক বটবৃক্ষ তলে —
শীর্ণ নদী তীরে নোঙর বেঁধেছি
অধরা সে উত্তরের আশায় —
অধীর অপেক্ষার নিঃস্তরঙ্গ ঘাটে।।
0 মন্তব্যসমূহ