ad

মাসিক ই-পত্রিকা ‘উৎস’ বন্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে(বিস্তারিত জানতে ক্লিক করুন)।
অনুগ্রহ করে পত্রিকার ইমেলে আর লেখা/ছবি পাঠাবেন না।

সুন্দরী -কার্ত্তিক মণ্ডল


সেজেছ তুমি আজ দারুণ সাজে

অপরূপ সুন্দরী চাঁদপানা হার

নীলিমার নীলে রাঙা বেলোয়ারি চুড়ি

অশোক পলাশে গাঁথা তোমার বাহার। 


উজানি পূর্ণিমা এক স্বপ্নের চাঁদ

তপস্যা বৈরাগী বেণী তুমি ধ্রুবতারা

বীণার তারে তুমি ঝংকারিত সুর

নয়নে হেরিয়া আমি হই দিশেহারা। 


এই আছি এই নেই ভাঙাগড়া খেলা

বিভোর হইয়া তাই রঙ মাখ নিজে

ফাগুন আসিলে আঁকা কুসুমে কাননে

দশদিশি রাঙাহাসি মোহিত সবুজে।


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ