যেসব স্বপ্ন নিয়ে আজ শেষ হলো বসন্ত দুপুর শিমূলে
পলাশে রক্তরঙ রক্তরাগ ঠোঁটের ডগায় লালরঙ রেণু
কারুর কাছে পৌঁছাতে চাই বাড়িটির নির্ভুল ঠিকানা
আর চাই প্রলুব্ধ প্রলোভন- নিজেরা নিজের মতোই
বারান্দায় হাঁটে কিম্বা রোদের পেছনে বেড়ে ওঠা ছায়া
খবর দেয় চিরন্তন ঠিকানা তখন অস্তিত্বের বড়াই নয়
পিঠে পিঠে আলোর ছায়া যেন ছাপমারা স্কুলব্যাগ-
গাছেরাও হাসাহাসি করে ধুকপুক করে সবুজ আত্মা
কে কবে চূড়ান্ত উচ্চতায় গেছে পূর্ণতার সীমানা থেকে
মুক্ত আকাশ বুকে নিয়ে হাঁটে মানুষ অসীম শূন্যতায়।
0 মন্তব্যসমূহ