অন্য আরো অনেকের সঙ্গে যেদিন
স্বপ্ন দেখেছিলাম
এক সুখপাঠ্য ভবিষ্যৎ জীবনের।
জানতাম না ইতিহাসের আগাম ধারাভাষ্য
এত বেঠিক যে।
পরে দেখেছি
দৃষ্টিনন্দন সুখের আকাশে আচমকা
জমে এসে মেঘ
বৃষ্টির নয়, সৃষ্টির নয়, ভয়-তরাসের।
আজ মনে হচ্ছে
সময়ের মুখোমুখি না হলে বোঝা কঠিন
কোনটা গাঢ় সুন্দর।
পূর্বসূরিদের আটপৌরে জীবন, না ভবিষ্যতের
ধ্রুপদী অন্বেষণ
অভিজ্ঞতার প্রত্যক্ষ কাহিনীই শুধু জানে তা।
আর জানে সুপরিশীলিত হিসাবের অঙ্ক।
0 মন্তব্যসমূহ