ad

মাসিক ই-পত্রিকা ‘উৎস’ বন্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে(বিস্তারিত জানতে ক্লিক করুন)।
অনুগ্রহ করে পত্রিকার ইমেলে আর লেখা/ছবি পাঠাবেন না।

ফণীমনসা -কার্ত্তিক মণ্ডল



কাদা মাখতে কার আর ভালো লাগে

যতই প্রাণে দুঃখ থাক,

চণ্ডী তলার নিম গাছে লক্ষ্মীপেঁচা ডাকছে

এত ব্যস্ততা নিয়ে রাস্তা পেরুলেই ; মাটি

আকাশ তো আর ছিঁড়ে আনা যায় না,

না বাতাসকে রুদ্ধ করতে পারবে?

জীবন গতির সঙ্গে পাল্লা দিতে দিতে খয়ে খয়ে অসাড়

তবু জীবন বাঁচে,

ফণীমনসার পাতাকে কাঁটা করে

না পাওয়ার আকুলতার চেয়ে জোনাকির চোখে স্বপ্ন আঁকো

ভাটায় ভাসতে মন্দ কি!

তার ছেঁড়া দোতারায় সুর তুলতে পারলেই আলো ফোটে--------

শূন্য জীবন ও হাসে খিলখিল।


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ