বিষণ্ণতার একটা স্বাতন্ত্র্যতা আছে,
ঐকিক ছন্দ
সনাতন গন্ধ
অলীক মায়াপথ ছাড়িয়ে
অনুভূতিতে মিশে যায় বৃষ্টির মিহি ঘুড়ি হয়ে,
আলাদা করে পরখ করা যায় না
কিন্তু অনুভবে বিলীন হয় ঠিক'ই...
সব বৃষ্টিজাত বিষণ্ণতা শোকের সহোদরা হয় না
তারা ভালোবাসার'ও মন্তাজ
কখনো স্মৃতির মৌমাছিদের উপস্থিতি'ও দেখা যায়
কথোপকথনের যুগলবন্দিতে,
পোড় খাওয়া কিছু হেমন্ত যাবো যাবো করে'ও যায় না
জীবনের একটা ফ্রেমে ঠিক তার অস্তিত্ব ছেড়ে যায়|
যা আজ ভালো লাগার কারণ কাল তার অনুপস্থিতিই বিষণ্ণতার ধারক,
সব ভালোলাগাদের হয়তো সব সময় ধরা দিতে নেই;
তারা বিষণ্ণতার সান্ত্বনা হয় মন খারাপের বিকাল বেলায়...
0 মন্তব্যসমূহ