দুপুরকে আমার বড় কাঙাল আর দুঃখী মনে হয়-
তার সময় নিয়ে কাড়াকাড়ি খেলা খেলে সকাল আর বিকেল,
দুজনেই টান মারে দুই দিক থেকে।
গাছের ডালে ডেকে ওঠে
সহমর্মী ঘুঘুর দল-
তালগাছের শুকনো পাতা অল্প হাওয়াতেই খড়খড় শব্দ তুলে সহানুভূতি জানায়-
জলমাকড়সারা কিংকর্তব্যবিমূঢ় হয়ে
আঁকিবুঁকি কাটে নিস্তব্ধ জলে,
ঝাঁকড়া তেঁতুল জলের কোলে আর একটু হেলান দিয়ে
দীর্ঘশ্বাস ছাড়ে-
শুধু উড়ন্ত চিলের দল অনেক উঁচুতে উঠেও স্থির করতে পারেনা কোন দিকে যাবে,
তাই তারা ঘুরে মরে আর নরম বৃত্ত আঁকে আকাশের গায়ে
সূর্যকে হারানোর আশঙ্কায়
কাঁপন ধরে দুপুরের সাহসী বুকেও।
0 মন্তব্যসমূহ