নালা দিয়ে পচা কালো জল বেরিয়ে আসছিল
পড়বার কথা বিদ্দেধরীতে।
পচা কালো জলে পচা গন্ধ ও।
শহর টা খেয়াল ই করে না,
নড়ে চড়ে ও বসে না,
হাঁটতে হাঁটতে ছুটতে ছুটতে
কোনো দিকে খেয়াল মেই।
কেবল পাগল টা,
কংক্রিটের সাঁকোর ওপর বসে থাকা পাগলটা
ড্যাব ড্যাব করে দেখে
মিটি মিটি হাসছিল
আর ভাবছিল- কালো জলে সমুদ্রটা হারিয়ে যাচ্ছে,
এ জীবনে আর তার সাঁতার কাটা হল না।
0 মন্তব্যসমূহ