ad

মাসিক ই-পত্রিকা ‘উৎস’ বন্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে(বিস্তারিত জানতে ক্লিক করুন)।
অনুগ্রহ করে পত্রিকার ইমেলে আর লেখা/ছবি পাঠাবেন না।

ইনসেপশন, এক অভাবনীয় কল্পবিজ্ঞানের বিষয়ধারনা - রাজদীপ বিশ্বাস

 

পটভূমি আলোচনা ও ব্যাখ্যা: ইনসেপশন, হলিউড সিনেমা জগতের একটি কল্পবিজ্ঞানভিত্তিক, অ্যাকশন থ্রিলার সিনেমা, যেটিকে কল্পবিজ্ঞান ধারার অন্যতম একটি চলচ্চিত্র হিসাবে ধরা হয়। এই মুভিতে সাবপ্লট হিসেবে রয়েছে মানব মনস্তত্ত্ব বা হিউম্যান সাইকোলজি, এছাড়া এটিকে একটি "হেস্ট ফিল্ম"ও বলা যায়। মুভিটির প্রধান বিষয়ধারনা হলো একটি বিজ্ঞানভিত্তিক যন্ত্রের মাধ্যমে অন্যের স্বপ্নের মধ্যে প্রবেশ করে তার পরিকল্পনা চুরি করা বা তার মনে নতুন পরিকল্পনা গঠন করা যেটি কল্পবিজ্ঞান ও হেস্ট জাতীয় বিষয়শ্রেণীর অভাবনীয় সংমিশ্রণ।                                     

        কাহিনীর শুরুতেই দেখা যায় প্রধান নায়ক ডম কোব, তার কর্মিদলের সাথে একজন জাপানি শিল্পপতি, যার নাম মিস্টার সাইতো, তার স্বপ্নের মধ্যে ঢুকে তার ব্যবসা পরিকল্পনা চুরি করতে চাই। কিন্তু সাইতো আগে থেকেই এই "স্বপ্নের খেলা" ব্যাপারটা জানতেন; তাই তিনি

ডমকে অনুভূতির ফাঁদে ফেলে তাকে দিয়ে নিজের ব্যবসায়িক প্রতিদ্বন্দ্বীকে এই প্রতিদ্বন্দ্বীতার প্রতিযোগিতা থেকে সরানোর পরিকল্পনা করেন। এমতাবস্থায়, ডম একপ্রকার বাধ্যতামূলকভাবে এবং অন্যদিকে তার নিজের লাভের কথা ভেবে কাজটি করতে রাজি হয়। আর এইভাবেই শুরু হয় গল্পের আসল কাহিনী যেটা একপ্রকার বিভ্রান্তিকর, জটিল চিত্রনাট্যের সাথে এগোতে থাকে এমনকি কাহিনীটার শেষটাও হয় কিছু সমালোচনামূলক প্রশ্নের সাথে, যেগুলো দর্শকদের বার বার ভাবতে এবং আসল উত্তর খুঁজতে বাধ্য করে।

অভাবনীয় শিল্পকর্ম: চলচ্চিত্রটির সবথেকে সেরা উপাদান হলো এটার অনন্য বিষয়কাহিনী যার জন্য সিনেমাটি বিখ্যাত সিনেমাগুলোর মধ্যে একটি হয়ে উঠেছে। এর জটিল চিত্রনাট্য দর্শকদের মনে দারুণভাবে বিভ্রান্তির সৃষ্টি করে ; এছাড়া কল্পবিজ্ঞানের দিক থেকে এটিকে অন্যতম অনুপ্রেরণাদায়ক সিনেমাও বলা চলে। অন্যদিকে চলচ্চিত্রটির পরিচালনাটি সত্যিই অসাধারণ এবং দেখেই বোঝা যায় কতটা কঠিন !! সেক্ষেত্রে, পরিচালক ক্রিস্টোফার নোলান তার অসাধারণ দক্ষতার পরিচয় দেখিয়েছেন। 
 অভিনয়ে লিওনার্দো ডিক্যাপ্রিও, টম হার্ডি, জোসেফ গর্ডন-লেভিট, এলিয়ট পেজ, মারিয়ন কটিলার্ড, কেন ওয়াতানবে, কিলিয়ন মারফি- এনারা প্রত্যেকেই নিজস্ব চরিত্রগুলোতে দুর্দান্তভাবে অভিনয় করেছেন। অন্যদিকে কাহিনীর রোমাঞ্চকর দৃশ্যগুলো অবশ্যই দর্শকদের শিহরিত করে তুলবে, সেক্ষেত্রে পরিচালক এবং লেখক ক্রিস্টোফার নোলান আবারও সফল হয়েছেন। সেহেতু, এটি সিনেমাজগতের একটি অভাবনীয় শিল্পকর্মের উদাহরণ।

ভালো এবং খারাপদিক: চলচ্চিত্রটি নিঃসন্দেহে একটি অসাধারণ সৃষ্টি। চিত্রনাট্য থেকে অভিনয়, এমনকি অ্যাকশন দৃশ্যগুলোর গ্রাফিক্স- সমস্ত কিছুই দারুণভাবে প্রশংসনীয়। তবুও কিছু কিছু দর্শকদের এই গল্পের চিত্রনাট্য একটু বেশিই বিভ্রান্তিকর বলে মনে হতে পারে এবং ফলস্বরূপ বিরক্তিকর লাগবে। তাছাড়া সবকিছুই  অসাধারন।
কৃতিত্ব: এই চলচ্চিত্রটি তাদের জন্য যারা কল্পবিজ্ঞানভিত্তিক সিনেমা দেখতে পছন্দ করেন। আবারও একই কথা, চিত্রনাট্যটি এমনভাবে তৈরি করা যে একটু ধৈর্য্য ধরে দেখতে হবে এবং একবার দেখলে দর্শকরা কাহিনীটির‌ গুণগত মান বুঝতে পারবে এবং যথেষ্ট প্রসংশা করবে।

আমার কাছে সিনেমাটির রেটিং- ৪.৬/৫

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ