ad

মাসিক ই-পত্রিকা ‘উৎস’ বন্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে(বিস্তারিত জানতে ক্লিক করুন)।
অনুগ্রহ করে পত্রিকার ইমেলে আর লেখা/ছবি পাঠাবেন না।

শীতকাতুরে -রামেশ্বর মন্ডল

তুই কবিরাজি ডালপালা নিয়ে থাক,

আমি এলোপ্যাথি খেয়ে বাঁচি টুকটাক।

তুই বিষাদগ্রস্থ মাটির ঢিবি রাখ,

আমার আলগা গা না হয় কিনুক পোষাক।

তোর শান্ত কিশোর কত্ত বুড়ো আজ,

তোরও কপাল ঠোঁটে পড়েছে কেমন ভাজ।

লাজলজ্জা সিগারেটে,

ধোঁয়া চাপা কার্পেটে।

লতাপাতা মেট্রো ধরে,

পাতাল পথে চিঠি ফেরে

নিয়ে তোর ডাকপিয়ন,

সাথে লুপ্ত নিয়ন।

স্টেপলার যাঁতাকলে,

সেটে পিন করছি খাতা।

লুজ সীটে গা এলিয়ে,

শীতকাতুরে জামার হাতা

গোটায় কুয়াশা মাখা ভোর,

বুড়ো তোর কিশোর .......


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ